নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ দু’জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে সংগীয় এসআই মিল্টন কুমার দেবদাস ও এএসআই জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে জহির মোল্যা ও আবেদ শেখ কে আটক করে। আটককৃতরা উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকার গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় একটি এফ জেড মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Be the first to comment on "লোহাগড়ায় দেড় কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক"