নিউজ ডেস্ক: দেশি বিদেশি পর্যটককে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করার মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শনিবার সন্ধ্যায় শেষ হয়।
‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিআইটিএফ) ২০১৬’ এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)।
মেলার আয়োজক ও বিএফটিডির নির্বাহী পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব রেজাউল একরাম রাজু বলেন, এবারের মেলায় প্রথমবারের মতো চীন, মিয়ানমার, ফিলিপাইন, ভুটান অংশগ্রহণ করেছে।
তিনি বলেন, মেলায় ১১০টি স্টল দেশি-বিদেশি এয়ারলাইন্সসহ ট্যুরিজম সেক্টর প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সম্পর্কে প্রচারণা চালায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় দিয়ে মেলাকে সফল ও স্বার্থক করে।

Be the first to comment on "শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা"