শিরোনাম

সমকামী যুবতীদের বেত্রাঘাত নিয়ে মাহাথির যা বললেন…

সমকামী যুবতীদের বেত্রাঘাত নিয়ে মাহাথির যা বললেন...

নিউজ ডেস্ক॥ সমকামী দুই যুবতীকে শাস্তি হিসেবে বেত্রাঘাত করা নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ওই দুই যুবতীকে বেত্রাঘাত করায় ইসলামিক ন্যায়বিচার প্রতিফলিত হয় নি। তিনি আরো বলেছেন, মালয়েশিয়ার মন্ত্রীপরিষদ মনে করে, গেরেঙ্গানু প্রদেশে সমকামিতার অভিযোগে অভিযুক্ত দুই যুবতীকে বেত্রাঘাতের বিষয়ে একটি খারাপ ছাপ পড়েছে। এতে ইসলামকে কেউ কেউ অন্য দৃষ্টিতে দেখতে পারেন। তিনি বলেছেন, এ ইস্যুতে মন্ত্রীপরিষদ বুধবার আলোচনা করেছে। সেখানে মত প্রকাশ করা হয়েছে মযে, এই শাস্তির মধ্য দিয়ে ন্যায়বিচারের মানদন্ড প্রতিফলিত হয় নি। এমনকি ইসলামের প্রতি সহানুভূতি প্রকাশ পায় নি। ড. মাহাথির বলেন, মন্ত্রীপরিষদ মনে করে ওই যুবতীরা যা করেছিলেন তা ছিল তাদের প্রথম অপরাধ।
তাই প্রথমে তাদেরকে উপদেশ দেয়া ছিল বেশি যথাযথ। তাই তাদেরকে প্রথমেই বেত্রাঘাতের শাস্তি দেয়া উচিত হয় নি। বৃহস্পতিবার এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মাহাথির মোহাম্মদ। এতে তিনি বলেছেন, আমরা মনে করি ঘটনা যদি এমনই হয় তখন সুনির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে কিছু বিবেচনা রাখা উচিত। সেখানে ইসলামের অধীনে আমরা হালকা শাস্তি দিতে পারি। পাশাপাশি দিতে পারি উপদেশ ও আরো অনেক কিছু। তিনি আরো বলেন, এটা প্রদর্শন করা খুবই গুরুত্বর্পূ যে ইসলাম কোনো কঠোর ধর্ম নয়। এমন কঠোরতার পথ দেখায় না ইসলাম। তিনি বলেছেন, ‘মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত হলো এবং আমরা আশা করি ইসলামের বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। দেখাতে হবে যে, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সমঝোতা ও বিবেচনা কাজ করে। যখন আমরা কোনো কাজ শরু করি তখন মহান আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করি’।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সমকামী যুবতীদের বেত্রাঘাত নিয়ে মাহাথির যা বললেন…"

Leave a comment

Your email address will not be published.


*