শিরোনাম

সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার : সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে বলে অভিযোগ করেছেন  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এভাবেই সরকার দিন দিন দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দিচ্ছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মৌলিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে। আসলাম চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হলো অথচ ভারতে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই হয়নি। আর ষড়যন্ত্রের প্রশ্নই আসে না। কারণ, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। তাছাড়া ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিও এটা পরিষ্কার করেছেন।

রিজভী বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। তারা বাংলাদেশের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। তারাই মোসাদকে তাদের দেশে এনে সভা করেছে। এ জন্য সরকার তাদের বিরুদ্ধে বন্ধুপ্রতীম প্রতিবাদ করতে পারতেন। কিন্তু সেটা করা হয়নি। তিনি বলেন, বিএনপির কোনো নেতা আজ যদি ফরিদপুরে কোনো অনুষ্ঠানে যান, আর কালকে যদি আওয়ামী লীগ বলে, সেখানে বসে ওই নেতা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে তা কেউ বিশ্বাস করবে? এ কথা যেমন কেউ বিশ্বাস করবে না, তেমনি ভারতে বসে আসলাম চৌধুরী ষড়যন্ত্র করেছে এ কথাও কেউ বিশ্বাস করে না।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*