নিউজ ডেস্ক॥ ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধিকে গ্রেফতার ও চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে লোহাগড়ার সাংবাদিকরা।
সাংবাদিক ইউনিয়রের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি বিপ্লব রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহফুজুল ইসলাম মুন্নু, যায়যায় দিন পত্রিকার সাংবাদিক রূপক মূখার্জি, রেজাউল করিম দৈনিক সমকাল প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মারুফ সামদানী, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহজাহান সাজু, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এসএম শরিফুল ইসলাম, ভোরের কাগজের সাংবাদিক আবু আব্দুল্লাহ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা মামলা প্রত্যাহার এবং কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের আশু মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবী করেন।
সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগড়ায় প্রতিবাদ সভা

Be the first to comment on "সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগড়ায় প্রতিবাদ সভা"