শিরোনাম

সাক্কুকে খালেদা জিয়ার অভিনন্দন

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় মনিরুল হক সাক্কুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সাক্কুকে মেয়র হিসেবে পুনরায় বিজয়ী করার জন্য স্থানীয় জনগণ ও ভোটারদের ধন্যবাদ দেন খালেদা জিয়া। কুসিক নির্বাচনে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন ঢাকা সফররত কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিয়েল ইরসকিন স্মিথ। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতের বিষয় সম্পর্কে কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সাক্কুকে খালেদা জিয়ার অভিনন্দন"

Leave a comment

Your email address will not be published.


*