নিউজ ডেস্ক : বলিউডে সালমান খান মানেই হিট ছবি। কি রোমান্টিক, কি কমেডি, কি অ্যাকশন- সব ধরণের ছবিতেই তিনি সফল হয়েছেন সমান তালে। সেই কারণে তিনি বি টাউনের ‘সুলতান’। কিন্তু সল্লুভাইয়ের এই ব্যাপক জনপ্রিয়তা একদিনে আসেনি। কেরিয়ারের শুরুর দিকে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাঁকে। বর্তমানের হিট মেশিন সালমানেরও বেশ কয়েকটি ছবি মুক্তিই পায়নি। কোনোটার কাজ কিছুটা এগিয়েছিল, কোনোটা আবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তেমনই কয়েকটি ছবি হল-
১. রণক্ষেত্র: ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পর সালমান খান এবং ভাগ্যশ্রীর জুটি ভীষণ ভাবে হিট হয়েছিল। তাঁরা দু’জনে ‘রণক্ষেত্র’ নামে একটি ছবিতে সই করেছিলেন। কিন্তু এর কিছু দিন পরেই ভাগ্যশ্রীর বিয়ে হয়ে যায়। বন্ধ হয়ে যায় শুটিং।
২. দিল হ্যায় তুমহারা: ১৯৯১ সালে সালমান খান, সানি দেওল এবং মীনাক্ষি শেষাদ্রীকে নিয়ে রাজকুমার সন্তোষী শুরু করেছিলেন ‘দিল হ্যায় তুমহারা’। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র একদিন এই ছবির শুটিং হয়েছিল। বিভিন্ন কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আর এই ছবির শুটিং শেষ হয়নি।
৩. ঘেরাও: ‘দিল হ্যায় তুমহারা’ ছবির প্রজেক্টটি ভেস্তে যাওয়ার পর রাজকুমার সন্তোষী আবার সালমানকে নায়ক এবং
মণীষা কৈরালাকে নায়িকা করে ‘ঘেরাও’ নামে একটি ছবি তৈরি শুরু করেন। কিন্তু এই ছবির শুধুই মহরত হয়েছিল। শুটিং পর্যন্তও এগোয়নি ঘেরাও।
৪. অ্যায় মেরে দোস্ত: সালমান, সালমানের ভাই আরবাজ খান, দিব্যা ভারতী এবং করিশ্মা কপূরকে নিয়ে ‘অ্যায় মেরে দোস্ত’ নামে একটি ছবি করার কথা ছিল। এমনকী ছবির জন্য গানও রেকর্ডিং সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর ছবিটি হয়নি। পরবর্তী কালে গানগুলি অন্য ছবিতে ব্যবহার করা হয়।
৫. বুলন্দ: ‘বুলন্দ’ নামে একটি ছবির প্রায় অর্ধেক শুটিং হয়ে গিয়েছিল। সেই সময় শোনা যায় সালমান নাকি সোমি আলির সঙ্গে ডেট করছিলেন। সেই সোমিই ছিলেন এই ছবির নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আর শেষ হয়নি।
৬. রাম: ১৯৯৪ সালে সোহেল খানের পরিচালনায় ‘রাম’ নামে একটি ছবির কাজ শুরু হয়। শুটিং চলতে থাকে। কিন্তু বাজেট ছাড়িয়ে যাওয়ায় এই ছবির কাজও বন্ধ হয়ে যায়। ছবিতে সালমান ছাড়াও অনিল কপূর ও পূজা ভাট ছিলেন।
৭. আঁখ মিচোলি: ‘জুড়য়া’ ছবির সাফল্যের পর আনিস বাজমী সালমানকে নিয়ে একটি ছবি শুরু করেন। এই ছবিতেও সলমন দ্বৈত চরিত্রে ছিলেন। কিন্তু ছবিটির শুটিং শুরুর আগেই আরও একটি ছবিতে ডাবল রোল করবেন না বলে সালমান বেঁকে বসেন।
Be the first to comment on "সালমানের যে ছবিগুলো কখনো মুক্তি পায়নি"