শিরোনাম

সায়মা ওয়াজেদ ক্লাইমেট ভালনারেবল ফোরামের দূত মনোনীত

নিউজ ডেস্কঃজলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন অটিজমবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সায়মা ওয়াজেদ হোসেনের পাশাপাশি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইন পার্লামেন্টের ডেপুটি স্পিকার লোরেন লেগার্ডা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর শীর্ষ জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টোসি পান-পানুকে সিভিএফের ‘থিম্যাটিক অ্যাম্বাসেড’ হিসেবে মনোনীত করা হয়েছে। সিভিএফের থিম্যাটিক অ্যাম্বাসেডর হিসেবে তাঁরা বিশ্বব্যাপী জনসাধারণের কাছে প্রচার চালাবেন এবং বিভিন্ন প্ল্যাটফরমে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করবেন। সায়মা ওয়াজেদ, মোহাম্মদ নাশিদ, লোরেন লেগার্ডা ও টোসি পান-পানু নিজ নিজ বিভাগে প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন। নিজ নিজ ক্ষেত্রে কাজে আন্তরিতা ও এর মাধ্যমে প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁদের রয়েছে। সায়মা নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার্স ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এ সম্পর্কে একজন বক্তা ও লেখক। তিনি সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে সমাজের মূলধারায় নিয়ে আসার ইস্যুতে বড় ধরনের অবদান রেখেছেন। সায়মা ওয়াজেদ হোসেন ২০১২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘের অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রিত হয়ে আসছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সায়মা ওয়াজেদ ক্লাইমেট ভালনারেবল ফোরামের দূত মনোনীত"

Leave a comment

Your email address will not be published.


*