নিউজ ডেস্ক : লিগ কাপে যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে খেলার ৫৪তম মিনিটে হুয়ান মাতার একমাত্র গোলে গত আসরের শিরোপাধারী সিটিকে পরাজিত করে জোসে মরিনিয়োর দল। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা ইব্রাহিমোভিচের নিখুঁত পাস পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড।
সমতায় ফেরা গোলের আশায় ৭১তম মিনিটে নলিতোকে তুলে সের্হিও আগুয়েরোকে নামান গুয়ার্দিওলা। কিন্তু আর্জেন্টিনার এই ফরোয়ার্ডও সিটিকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি।
Be the first to comment on "সিটিকে হারিয়ে শেষ আটে ইউনাইটেড"