শিরোনাম

‘সৌদি সামরিক জোটে যোগ দিলে বিপদে পড়বে বাংলাদেশ’

নিউজ ডেস্ক : জঙ্গিবাদবিরোধী মোর্চার নামে মার্কিন সমর্থিত সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগ দানের বিরোধিতা করেছে বাম গণতান্ত্রিক মোর্চা।

সোমবার এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক মোর্চা নেতৃবৃন্দ সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান ও ইসলামী সামরিক জোটে বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালনের ঘোষণায় উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, অনির্বাচিত` মহাজোট সরকার সৌদি আরব ও মার্কিনিদের খুশি করতে এবং ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে এই জোটে যোগ দিয়েছে। এর মাধ্যমে সৌদি আরবের আঞ্চলিক আধিপত্য বিস্তারের ও মার্কিন সাম্রাজ্যবাদী অপতৎপরতার শরিকে পরিণত হয়ে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশ।

মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, সাইফুল হক, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু এবং হামিদুল হক স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মেলন ও জোটে যোগদানের পেছনে জনগণ ও দেশের কোনো স্বার্থ নেই। মহাজোট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ ও আঞ্চলিক দ্বন্দ্বে বাংলাদেশকে যুক্ত করার বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হতে হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘সৌদি সামরিক জোটে যোগ দিলে বিপদে পড়বে বাংলাদেশ’"

Leave a comment

Your email address will not be published.


*