নিউজ ডেস্ক : সরকারী অফিসে দুর্নীতি রোধে এক অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির জাতীয় দুর্নীতি দমন কর্তৃপক্ষকে ঘুষ আদান-প্রদানের তথ্য দিলে খবরদাতাকে সেই ঘুষের অর্ধেক পরিমাণ অর্থ পুরস্কৃত করা হবে। খবর সৌদি গেজেটের।
খবরে বলা হয়, যে কেউ ৯৮০ নম্বরে ফোন করে বা কর্তৃপক্ষের কাছে গিয়ে যেকোনো স্থানের ঘুষ আদান-প্রদানের ঘটনা সম্পর্কে অভিযোগ করলে তাকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
পরবর্তীতে এ-সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে যাচাই করা হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১৭০০ আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।
Be the first to comment on "সৌদিতে ঘুষের তথ্য দিলেই পুরস্কার"