শিরোনাম

স্বাধীনতা দিবসে জিটিভির দিনব্যপী বিশেষ অনুষ্ঠান

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিটিভি আয়োজন করেছে দিনব্যপী বিশেষ অনুষ্ঠান মালার। ওইদিন সকাল ১০টা ১৫মিনিটে চ্যানেলটি প্রচার করবে বিশেষ বাংলা ছায়াছবি ‘সিপাহী’। কাজী হায়াতের পরিচালনায় ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- ইলিয়াছ কাঞ্চন, মান্না, চম্পা, রাজীব। বিকাল ৫টা ৩০মিনিটে প্রচার হবে সোহেল রানার প্রযোজনায় প্রতিদিনের অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’ এর বিশেষ পর্ব। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক তিমির নন্দী ও বুলবুল মহলানবীশ। বলবেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর নানা স্মৃতিকথা।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্মস্পর্শী’ । ১৯৭১ সালে শেরপুরের নালিতাবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক গণহত্যার পর গড়ে ওঠা বিধাব পল্লীর উপর তৈরি করা হবে একটি প্রামান্যচিত্র। প্রামান্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে যুদ্ধ চলাকালীন সেই সময়কার ইতিহাস এবং বর্তমান বিধবা পল্লীর চিত্র। এছাড়া বিধবা পল্লীর সেই সকল শহীদদের স্ত্রীরা বর্ণনা করবেন যুদ্ধের সময় সেই মর্মান্তিক গণহত্যার বর্ণনা। এইচ এ এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জহির রায়হান পুত্র বিপুল রায়হান।

সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চেতনায় স্বাধীনতা’। বন্যা মির্জার উপস্থাপনায় এতে অতিথি হয়ে স্বাধীনতা নিয়ে কথা বলবেন কবি আসাদ চৌধুরী। পাশপাশি অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে ‘কেমন স্বাধীনতা চাই’ শিরোনামে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিক ইব্রাহিম।

রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটকটি রচনা করেছেন আল মনসুর। কমল চাকমার পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা
চৌধুরী।

রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী লিজা, পুলক, সাব্বির, রন্টি এবং মাসুম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম খান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "স্বাধীনতা দিবসে জিটিভির দিনব্যপী বিশেষ অনুষ্ঠান"

Leave a comment

Your email address will not be published.


*