শিরোনাম

১৪০ বর্ণের সীমাবদ্ধতা শিথিল করলো টুইটার

নিউজ ডেস্ক : টুইটে ১৪০ বর্ণের সীমবদ্ধতা শিথিলের আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর ফলে টুইটে ছবি, ভিডিওসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বর্ণের সীমাবদ্ধতায় অর্ন্তভুক্ত হবে না।

আগামী মাস থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে এক টুইটে মাইক্রোব্লগিং সাইটটি জানায়, এতোদিন ‘৥’ প্রতীকটি বর্ণের মধ্যে অর্ন্তভুক্ত হলেও নতুন নিয়মে তা বাদ পড়ছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "১৪০ বর্ণের সীমাবদ্ধতা শিথিল করলো টুইটার"

Leave a comment

Your email address will not be published.


*