নিউজ ডেস্ক : ২২ বছর আগে দায়ের হয়ে নিষ্পত্তি না হওয়া একটি হত্যা মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই মামলায় ১৬ বছর ধরে কারাগারে থাকা আসামি শিপনকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। ওই আসামিকে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। আর আসামি শিপনকে ৮ নবেম্বর সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করতে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
২২ বছর আগের হত্যা মামলার নথি তলব

Be the first to comment on "২২ বছর আগের হত্যা মামলার নথি তলব"