শিরোনাম

অগ্নিকাণ্ডের পর আজ খুলেছে বসুন্ধরা সিটি

নিউজ ডেস্ক : গত ২১ আগস্ট ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেই দিন থেকে বন্ধ থাকার পর বুধবার দুপুর ১২টা থেকে ফের মার্কেটটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মল ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে।

ষষ্ঠ ও সপ্তম তলার সি-ব্লক আপাতত বন্ধ থাকবে। কারণ অগ্নিকাণ্ডে ভবনের ষষ্ঠ তলার সি-ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু জায়গায় এখনো সংস্কার চলছে।

মঙ্গলবার বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘মহান আল্লাহর অশেষ রহমতে বসুন্ধরা সিটি শপিং মল বুধবার দুপুর ১২টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।’

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ টি আই এম লতিফুল হুসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বুধবার থেকে মার্কেট খুলে দেওয়া হয়েছে। আগুনে মূলত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি মেরামত এবং অন্য ঝুঁকিগুলো যাচাই করে দেখতে কিছুদিন সময় গেছে।’

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কিছু ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। ঈদের আগে মার্কেট বন্ধ থাকাও ব্যবসায়িক ক্ষতি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান মেরামত করাসহ অন্যান্য বিষয়ে তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়াসহ নানা বিষয়ে সহায়তা করেছেন তারা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অগ্নিকাণ্ডের পর আজ খুলেছে বসুন্ধরা সিটি"

Leave a comment

Your email address will not be published.


*