শিরোনাম

অধ্যাপক রেজাউল হত্যা মামলা ডিবিতে, আটক ১

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে নগরীতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার নাম ঠিকানা জানায়নি পুলিশ। পুলিশ বলছে তদন্তের সার্থে এখনই নাম ঠিকানা নয়, পর বিস্তারিত জানানো হবে।

চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। এদিকে এ মামলার সার্বিক তদারকির জন্য গঠিত মনিটরিং টিমের সদস্যরা রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।

উপাচার্যের বাসভবনে ওই বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন পুলিশ কমিশনার শাসুদ্দিন এবং মনিটরিং টিমের প্রধান অতিরিক্ত কমিশনার তমিজউদ্দিন সরদার। তমিজউদ্দিন বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার তদন্ত করছে। আশা করছি, শিগগিরই খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে, অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেফতার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অফিস রুম খোলা থাকলেও শ্রেণি কক্ষগুলো বন্ধ দেখা যায়। ক্যাম্পাসের ব্যস্ততম এলাকা টুকিটাকি চত্বরপ্রায় ফাঁকা। ক্যাম্পাসের ভিতরের রাস্তায় অন্য দিনের মতো রিকশা চলাচল চোখে পড়েনি। এই হত্যাকা-ের প্রতিবাদে সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি রয়েছে শিক্ষক সমিতির। এ কারণে এরইমধ্যে বেশ কয়েকটি বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

basic-bank

Be the first to comment on "অধ্যাপক রেজাউল হত্যা মামলা ডিবিতে, আটক ১"

Leave a comment

Your email address will not be published.


*