শিরোনাম

অনেক সন্তান চান প্রিয়াঙ্কা!

নিউজ ডেস্ক : হলিউড থেকে বলিউড সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলে তার ঘরের খবর কি আর সবাই রাখেন? মোটেই না। রাখলে, কেনই বা ‘সামান্য’ অভাববোধ পীড়া দেয় তাকে!

মনের মতো পুরুষ পাচ্ছেন না প্রিয়াঙ্কা। যাকে বিয়ে করে সুখের সংসার গড়তে উদগ্রীব এই নায়িকা, তারই নাকি খোঁজ নেই। অবশ্য এখানেই শেষ নয়। সংসার বাঁধবেন। সন্তান দিয়ে ঘর ভরিয়ে রাখবেন, সে ইচ্ছাটাও মিটছে না প্রিয়াঙ্কার। এর কারণ একটাই, তা হলো বিয়েটাই হয়ে উঠেনি এখনও। তা নিয়েই নায়িকার এত ‘পীড়া’বোধ। বলিউডে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহারের পর হলিউডে ‘কোয়ান্টিকো’তে এফবিআই সদস্য হিসেবে পর্দায় প্রিয়াঙ্কার উপস্থিতি নজর কেড়েছে সবার।

এসব বিষয় নিয়েই সম্প্রতি এএফপির সঙ্গে কথা বলেছেন ব্যস্ততম তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের পাশাপাশি নিজের জীবনেরও কিছু কথাও বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী প্রিয়াঙ্কা বলেন, ‘বিয়ে করব, পছন্দের মতো পুরুষই তো পাচ্ছি না।’

‘অনেক সন্তান থাকবে- এমনটাই আশা করি। কিন্তু উপায় কি। বিয়েটাই তো হচ্ছেনা’, বলেন তিনি। ক্যারিয়ার নিয়ে কোনও ধরনের আপোষ করবেন না বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অনেক সন্তান চান প্রিয়াঙ্কা!"

Leave a comment

Your email address will not be published.


*