শিরোনাম

অন্তর্বাস খুলেই সেন্সরের সিদ্ধান্তের প্রতিবাদ প্রিয়ার

নিউজ ডেস্ক : সম্প্রতি ‘বার বার দেখো’ ছবিতে ‘অন্তর্বাস’ দৃশ্যটি বাতিল করেছে ভারতের সেন্সর বোড। আর তাতেই বেজায় চটেছেন অভিনেত্রী প্রিয়া মালিক। তাই অন্তর্বাস খুলেই সেন্সরের সংস্কারী সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন তিনি। বিগ বস ৯-এর দৌলতে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ প্রিয়া। বিগ ঘরের প্রাক্তন এই প্রতিযোগী ফের নজর কাড়লেন তার প্রতিবাদে।

ছবির দৃশ্যে স্পষ্ট দেখা যাচ্ছে নায়িকার অন্তর্বাস। আর তাতেই আপত্তি তোলে সেন্সর বোর্ড। আর তাই সিদ্ধার্থ-ক্যাটরিনার ‘বার বার দেখো’ থেকে দৃশ্যটি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেন্সরের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। যেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের’ মতো ছবিতে প্রায় দু’দশক আগে অন্তর্বাস দৃশ্য এসেছে, সেখানে এই দৃশ্য বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়! এ প্রশ্নই যখন ঘুরছে বলিপাড়ার আনাচে কানাচে তখন, অন্তর্বাস খোলা নিজের এক ছবি দিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন প্রিয়া মালিক। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘অন্তর্বাস পরা দেখা গেলে তা নাকি অশ্লীলতা, অতএব ‘ফ্রি দ্য নিপল’।’

প্রিয়ার প্রতিবাদে ইতিমধ্যেই সাড়া পড়েছে। ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে হাজারো বিতর্কের পরও সংস্কারী হওয়ার পথ থেকে একপাও সরেনি সিবিএফসি। ‘বার বার দেখো’ ছবিতে জনপ্রিয় কার্টুন চরিত্র সবিতা ভাবীর নাম উল্লেখেও আপত্তি জানানো হয়েছে। বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, সাহস করে প্রথম প্রতিবাদী হয়ে উঠলেন প্রিয়াই।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অন্তর্বাস খুলেই সেন্সরের সিদ্ধান্তের প্রতিবাদ প্রিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*