শিরোনাম

অপারেশন হিটব্যাক শেষের পথে, চলছে তল্লাশি

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের ফতেহপুরের নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন হিটব্যাক কার্যত সমাপ্ত। তবে আস্তানাটিতে এখন তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জঙ্গি আস্তানা শেষ। এখন রি-চেক চলছে। ভেতরে যদি কেউ থাকে বা কোন বিস্ফোরক থাকে তাই রি-চেক করা হবে। সোয়াট টিম আবার আসবে। এসে চেক করবে। বাড়িটি নিরাপদ আছে কিনা, সেটি যাচাই করা হবে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করতে দেরি হচ্ছিলো। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সকাল সোয়া আটটার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছিলেন।

মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় গতকাল বুধবার অপারেশন হিট ব্যাক শুরু হয়। কিন্তু রাতের অন্ধকারে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুটা বিরতি দেওয়া হয়। আজ দিনের আলোতে ফের অভিযান শুরু হওয়ার কথা। তবে আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে অপারেশন হিট ব্যাক ফের শুরু করতে দেরি হচ্ছে বলে জানায় পুলিশ।

অভিযানে বিরতি দেওয়া হলেও জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছিল সতর্ক পাহারা। ভোররাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জঙ্গি আস্তানা দুটি ঘিরে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুটি জঙ্গি আস্তানার দুই কিলোমিটার চৌহদ্দিতে ১৪৪ ধারা জারি রয়েছে। অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও আছে।

মৌলভীবাজার জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে দোতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে ফেলেন। এরপর ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত করে সেটিও ঘিরে ফেলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অপারেশন হিটব্যাক শেষের পথে, চলছে তল্লাশি"

Leave a comment

Your email address will not be published.


*