শিরোনাম

অলিম্পিকে পদক জয়ের সেরা চেষ্টা থাকবে সিদ্দিকের

নিউজ ডেস্ক : বাংলাদেশে জনসংখ্যা অনেক। কিন্তু এত মানুষের দেশের কোনো অলিম্পিক সাফল্য নেই। কোনো পদক জয়ের ইতিহাস নেই। কষ্ট জর্জরিত ছেলেবেলায় সিদ্দিকুর রহমান অলিম্পিকের কথাই শোনেননি। এখন দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে অংশগ্রহণের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনিই। আগামী মাসে ব্রাজিলের রিও গেমসে নিজের সেরাটা দিতে চান বাংলার টাইগার উডস।

“আমার শুরুর দিনগুলোতে অলিম্পিক সম্পর্কে কিছুই জানতাম না।” রিওতে গেমসের উদ্বোধনী প্যারেডে বাংলাদেশের পতাকা বহন করতে যাওয়া সিদ্দিক বলেছেন, “আমার ক্যাডি মালয়েশিয়ার। ও আমাকে বুঝিয়েছে অলিম্পিক কতোটা মর্যাদার ইভেন্ট। আমি যোগ্যতা অর্জন করলে ইতিহাস গড়া হবে বলেছিল আমাকে। এরপর আমি সিরিয়াস হই।”

১১২ বছর পর অলিম্পিক গেমসে গলফ ফিরেছে। আর অলিম্পিক র‌্যাঙ্কিংয়ের সেরা ৬০ এ থেকে যোগ্যতা অর্জন করেছেন সিদ্দিক। দুটি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিক এই বছরের শুরুতে মরিশাসে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্যুর জয়ের খুব কাছে গিয়েছিলেন। শেষ দিনের গোলমালে রানার্স আপ হয়েছিলেন। কিন্তু তাতে অলিম্পিকের পথে ঠিকই অনেকটা এগিয়ে যান।

এখন অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে তার। মরিশাসের প্রসঙ্গ টেনে সিদ্দিক বলেছেন, “মরিশাসে আমার লক্ষ্য ছিল শীর্ষ ১০ এ থাকা। তাতেই অলিম্পিকে যেতে পারতাম। কিন্তু আমি দ্বিতীয় হলাম।” অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকা গলফার জানালেন, “অলিম্পিক নিয়ে খুব ভালো লাগছে। খুব চমৎকার ভাবে নিজেকে তৈরি করছি। আমি আমার সেরা চেষ্টাই করবো। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।”

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অলিম্পিকে পদক জয়ের সেরা চেষ্টা থাকবে সিদ্দিকের"

Leave a comment

Your email address will not be published.


*