অসুস্থ হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসভবনে হঠাৎ অসুস্থবোধ করলে তাৎক্ষণিক তাকে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডায়াবেটিস বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তার ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে যাওয়ায় অসুস্থতা অনুভব করেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। অর্থমন্ত্রী ওই হাসপাতালে ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ডায়বেটিস নিয়ন্ত্রণে এলে রাতেই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী জাবেদ সিরাজ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অসুস্থ হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*