নিউজ ডেস্ক : হিলটন কার্টরাইট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে সামনের চ্যাপেল-হ্যাডলি সিরিজেই ওয়ানডে অভিষেক হয়ে যাবে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে খেলার জন্য ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে ডাকা হয়েছে হিলটনকে। এই দলে তিনিই একমাত্র নতুন মুখ। প্যাট কামিন্স ফিরেছেন। এই ফাস্ট বোলার শেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। দলে ফিরেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও।
রিচার্ড-হ্যাডলি সিরিজটা ৩ ম্যাচের। দেশের মাটিতে খেলা। ম্যাচ সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে। ৪, ৬ ও ৯ ডিসেম্বর। নির্বাচকদের প্রধান ট্রেভর হন্স জানিয়েছেন, ২৪ বছরের হিলটনের উন্নতি দেখে আশাবাদি তারা। জিম্বাবুয়েতে জন্ম এই বোলারের।
হিলটন আগ্রাসী মিডিয়াম পেস করেন। ব্যাটিংটাও ভালো জানেন।
কামিন্স ২০১৫-১৬ মৌসুমে ইনজুরিতে ভূগেছেন। গতে এই অক্টোবরে ম্যাটাডোর কাপে দারুণ পারফর্ম করেছেন। ১৮.৬০ গড়ে ১৫ উইকেট শিকার। যুগ্মভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। ম্যাক্সওয়েল এই বছর অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েন। এরপর শ্রীলঙ্কা সফরেও ছিলেন না।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়াডে (উইকেটকিপার), জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।
Be the first to comment on "অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নতুন মুখ হিলটন"