নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আজ রবিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে হাটহাজারী থানার পুলিশের দেওয়া অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেছেন। সেখানে এখনো পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে রনির আইনজীবী এ্যাডভোকেট রনি কুমার দে সাংবাদিকদের বলেন, যেহেতু জামিন আদেশ আসার আগেই আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে, সেক্ষেত্রে আপাতত রনির মুক্ত হবার সুযোগ নেই। তাকে আবারও জামিনের আবেদন করতে হবে।
চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মশিউর রহমান আরো বলেন, চট্টগ্রামের হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে ২২ জনকে সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর একটি ভোট কেন্দ্রে নগর ছাত্রলীগের প্রভাবশালী এ নেতাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। পরে তার দেহ তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রথমে বিজিবির সদস্যরা তাকে আটক করলেও পরে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়। পরে ম্যাজিস্ট্রেট নির্বাচনী বিধিমালার দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। ঐদিন রাতে পুলিশ বাদী হয়ে রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। পরদিন সকালে তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়।
Be the first to comment on "অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অভিযোগপত্র"