নিউজ ডেস্ক: আইএস তাদের হত্যা পরিকল্পনার একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকা অনুযায়ী প্রায় ৮ হাজার মার্কিন আইএসের টার্গেটে রয়েছে। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ বেশ কিছু দেশের নাগরিকরাও আইএসের টার্গেটে রয়েছে বলে একটি ব্রিটিশ গণমাধ্যম দাবী করেছে।
আইএস সমর্থিত এক সাইবার হ্যাকার গ্রুপ ৮ হাজার ৩শ ১৮ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এদের সবাইকে হত্যার পরিকল্পনা করছে তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
একটি গোপন ম্যাসেজ সার্ভিস অ্যাপসের মাধ্যমে ওই ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ইমেইল অ্যাড্রেসও প্রকাশ করেছে হ্যাকার গ্রুপটি।
ওই গ্রুপটি তাদের অনুসারীদের এই তালিকা অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। শুধু তাই নয় টার্গেটে থাকা ওই ব্যক্তিদের হত্যা করে মুসলমানদের জন্য প্রতিশোধ নিতে বলা হয়েছে।
এ পর্যন্ত আই্এস যতগুলোর হত্যার পরিকল্পনার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় তালিকা। ওই তালিকায় ৭ হাজার ৮শ ৪৮ মার্কিন, ৩শ ১২ কানাডীয়, ৩৮ ব্রিটিশ এবং ৬৯ অস্ট্রেলিয়ান নাগরিকের নাম রয়েছে।
Be the first to comment on "আইএসের টার্গেটে ৮ হাজার মার্কিন"