শিরোনাম

আওয়ামী লীগের বাজেট পাস

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আগামী এক বছরের জন্য দলীয় বাজেট এবং নতুন ভবন নির্মাণের বাজেট পাস করেছেন সারা দেশের কাউন্সিলররা।

দল পরিচালনার জন্য আগামী বছরে আওয়ামী লীগের খরচ হবে ১২ কোটি ৫৬ লাখ টাকা। একই সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এ কাউন্সিল অধিবেশন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।

এর আগে জেলা নেতাদের বক্তব্যের পর দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনীও অনুমোদন করেন কাউন্সিলররা।

গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। ঘোষণাপত্রের প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

পরে শেখ হাসিনার আহ্বানে কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বলে সমর্থন জানালে কণ্ঠভোটে সংশোধনী দু’টি অনুমোদিত হয়।

বাজেট পাসের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

এর আগে দুই পর্বের রুদ্ধদ্বার কাউন্সিলে বিভিন্ন জেলার ৩৫ জন নেতা বক্তব্য দেন। শনিবার (২২ অক্টোবর) দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিভাগের পক্ষে আরও ৬ জন জেলা নেতা। ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে সব মিলিয়ে বক্তব্য দিয়েছেন ৪১টি জেলার নেতা।

সকাল ৯টা ৩৮ মিনিটে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর।

কাউন্সিলের শুরুতেই সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা।

এরপর থেকে বক্তব্য দেন ২৭ জন জেলার নেতা। দুপুর সোয়া একটায় সোয়া এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি দেন সভাপতি শেখ হাসিনা। মুলতবি অধিবেশনে বক্তব্য দেন আরও ৮ জেলার নেতা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগের বাজেট পাস"

Leave a comment

Your email address will not be published.


*