শিরোনাম

আজ ভয়াল ২৯ এপ্রিল

নিউজ ডেস্ক: আজ শুক্রবার ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এদিনে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনেছিলো। সেই ভয়াল রাতে চট্টগ্রামের কক্সবাজার-মহেশখালী, কুতুবদিয়া এবং সন্দ্বীপ, ভোলাসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ২৫০ কি.মি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

এই ঘূর্ণিঝড়ের ফলে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় ১ লাখ ৩৮ হাজার লোক প্রাণ হারায় এবং এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। সেদিনের ঘটনায় এমনও পরিবার ছিলো যারা সবাই নিশ্চিহ্ন হয়ে যায় অথবা পরিবারের বেশির ভাগ সদস্যই মৃত্যুবরণ করেন। সন্দ্বীপ, মহেশখালী এবং হাতিয়ায় নিহতের সংখ্যা ছিল বেশি।

২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের তাণ্ডব এত ব্যাপক হয়েছিল যে, ঝড় শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর থেকে পরদিন ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে টেলিফোন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তত্পরতা মারাত্মকভাবে ব্যাহত হয়।

২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর ২৫ বছর পেরিয়ে গেলেও বঙ্গোপসাগর, কর্ণফুলী ও শঙ্খ নদীবেষ্টিত দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থেকে বোয়ালখালী হয়ে পূর্ব কালুরঘাট পর্যন্ত প্রায় দুশ কিলোমিটার উপকূলীয় এলাকা আজও সম্পূর্ণ অরক্ষিত। ফলে প্রতিবছর বর্ষা এলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে উপকূলের মানুষ।

দিবসটি স্মরণে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকায় প্রবাসী সন্দ্বীপবাসীদের সংগঠন ‘সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লি. ঢাকা’ আজ শুক্রবার সকাল ১১টায় এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কমৃসূচির আয়োজন করেছে। ফোরামের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে এই মানববন্ধনে বিভিন্ন শ্রম পেশার নেতারা অংশ নেবেন।

‘কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ ও আমরা কক্সবাজারবাসী ঢাকা যৌথভাবে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে। সেগুনবাগিচায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সকাল দশটায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

এছাড়া দিবসটি উপলক্ষে ‘সন্দ্বীপ ফাউন্ডেশন সকাল ১০টায় বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তন ভবরেনর দ্বিতীয় তলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন কর্ণেল (অব.) দিদারুল আলম বীর প্রতীক।

ন্যদিকে ২৯ এপ্রিল উপলক্ষে পুরো উপকূলীয় এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডায় মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

basic-bank

Be the first to comment on "আজ ভয়াল ২৯ এপ্রিল"

Leave a comment

Your email address will not be published.


*