শিরোনাম

আত্মসমর্পণ করুন নয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : আত্মসমর্পণ করুন নয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। কেননা অচিরেই আমরা সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের নির্মূলে অভিযান পরিচালনা করব। আর অপার সম্ভাবনার এই বনাঞ্চল রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কেবল দস্যুরাই নয়, এদের মদদ ও অর্থদাতাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পরিণতি হবে আরো ভয়াবহ। সুন্দরবনের জলদস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। আজ সোমবার বেলা সোয়া ১১টায় বরিশাল নগরীর রুপাতলীতে র‌্যাব ৮ এর কার্যালয়ে বাহিনীপ্রধান খোকাবাবুসহ ১২ ডাকাত ২২টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার তিন রাউন্ড গোলাবারুদ নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

বরিশাল র‌্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে এ উপলক্ষে সমাবেশে অনুষ্ঠিত। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে। এই ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ন্যায় দস্যুদেরও রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে আমরা ব্লু ইকোনমির দিকে যাচ্ছি। সে ক্ষেত্রে অপার সম্ভাবনার সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত করতে পুলিশ, কোস্ট গার্ড ও র‌্যাবকে আরো শক্তিশালী করছি। তাই যারা এখনও দস্যুতা করে চলছেন তারা আত্মসমর্পণ করুন। নতুবা আমাদের বাহিনী অচিরেই অপারেশন পরিচালনা করলে ভয়ানক পরিস্থিতি হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্ধে হত্যা বা সুর্নিদিষ্ট অভিযোগ না থাকলে তাদের আইনি সহায়তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কেবল তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের জন্য কর্মসংস্থান বা বিদেশে পাঠানো যায় কি না-সে ব্যবস্থা নিতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুচ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আত্মসমর্পণ করুন নয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*