শিরোনাম

আবর্জনার স্তুপে মিলল অলিম্পিকের সোনার পদক!

নিউজ ডেস্ক : বাবার সাথে হাটতে বের হয়েছে ৬ বছরের মেয়েটি। ঘটনা আটলান্টার। তো রাস্তার পাশে আবর্জনার স্তুপে কিছু একটা চকচক করে দেখে মেয়েটি তা হাতে তুলে নেয়। বাবা বলেন, ফেলে দাও। মেয়ে ছুড়ে ফেলে। কিন্তু এই বস্তুর ঝলকে বাবাও আগ্রহী হয়ে ওঠেন। একটু ঘুরিয়ে ফিরিয়েই বুঝতে পারেন ওটা অলিম্পিকের সোনার পদক! সিজের স্পোর্টস সংগ্রাহক। তাই আরো সহজে বুঝতে পারেন। শেষ পর্যন্ত তারা এর মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেন সোনার পদক।

১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ক্যানোয়িতে সোনা জিতেছিলেন মার্কিন জো জ্যাকোবি। গত জুনে তার সেই সোনা গাড়ির কাচ ভেঙে চুরি হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটা পোস্ট করেছিলেন অলিম্পিয়ান। তো বাবা-মেয়ে এই সোনা খুঁজে পেয়ে ওয়েবসাইটে খোঁজ লাগালেন। এরপর জ্যাকোবিকে খুঁজে বের করে ফিরিয়ে দিলেন তার সারা জীবনের গৌরবের অর্জন অলিম্পিক সোনার পদকটি।

আটলান্টার এই মেয়ের নাম শ্লোয় স্মিথ। তার কাছ থেকে সাধের সোনার পদক ফিরে পেয়ে একটি কথা দেন জ্যাকোবি। তার স্কুলে গিয়ে ক্লাসমেটদের কাছে স্মিথের এই ভালো গল্পটা তুলে ধরবেন। সেই থেকে অপেক্ষা স্মিথের। “মা, জো কবে আসবে স্কুলে?” শিহরিত স্মিথ মার কাছে জানতে চায় বারবার।

এরপর জ্যাকোবি তার সোনার পদক নিয়েই স্মিথের স্কুলে যান। সেখানে এই গল্পটা তুলে ধরেন। সবাই যে ছোট্টো স্মিথের কাছ থেকে শিখতে পারে সেটাও জানান তিনি। টেলিভিশনেও প্রচার হয় এটি। তাতে এই মেয়ে এখন তারকাও বটে!

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আবর্জনার স্তুপে মিলল অলিম্পিকের সোনার পদক!"

Leave a comment

Your email address will not be published.


*