নিউজ ডেস্ক : বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার নামে চিহ্নিত এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্যও।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৩টার দিকে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়েছে।
আমতলী থানার ওসি শহিদুল্লাহ জানান, আব্দুল জব্বার আন্তজেলা ডাকাতদলের সর্দার এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জব্বারকে ধরার জন্য কলাগাছিয়া গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গুলি ছুড়ে পালিয়ে যেতে চান। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হন আব্দুল জব্বার।
Be the first to comment on "আমতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত"