নিউজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। কুয়েত মৈত্রী হলে ভোটের আগের রাতেই ব্যালট বাক্সে সিল মারা অবস্থায় উদ্ধার করে ছাত্রীরা। শত শত ব্যালট হাতে বেরিয়ে আসেন ছাত্রীরা। তাদের অভিযোগের সত্যতা প্রমানিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করে দেন। আন্দোলনরত ছাত্রীরা দাবি করে বলেন, ‘আমরা আজকেই ভোট চাই, আমাদের সামনেই ভোট চাই।’
সুষ্ঠু নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগের দাবিতে কুয়েত মৈত্রী হলের সামনে মেয়েরা অবস্থান নিয়েছেন। প্রো ভিসি ড. মুহাম্মদ সামাদের গাড়ি অবরোধ করে আন্দোলন করছেন তারা।
Be the first to comment on "‘আমরা আজকেই ভোট চাই, আমাদের সামনেই ভোট চাই’"