নিউজ ডেস্ক : অনেকগুলো সিজনে ডেসপারেট হাউজওয়াইভসটি দীর্ঘদিন ধরে চলমান টিভি শো। জনপ্রিয় মার্কিন কমেডি টিভি শো ডেসপারেট হাউজওয়াইভস-এর কথা অনেকেই জানেন। আর এতে অংশ নিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার স্বামী এ শো দেখেন না। যার পেছনে রয়েছে অদ্ভুত কারণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
ইভা জানিয়েছেন, তার স্বামী এ সিরিজ দেখেন না। কারণ ক্যামেরার দৃশ্যগুলো তার কাছে মোটেই সুখকর নয়।
ইভা লঙ্গোরিয়ার স্বামী জোসে অ্যান্টোনিও ব্যাসটোন। এটি তার তৃতীয় স্বামী। তারা বিয়ে করেছেন এ বছরেই।
লঙ্গোরিয়া এবিসি টিভির এ শোতে দীর্ঘদিন অভিনয় করেছেন। আর এতে রয়েছে বহু যৌনদৃশ্য। ফলে বিষয়টি তার স্বামী ভালোভাবে নিতে পারেন না বলে জানান তিনি। সম্প্রতি এক ইন্টারভিউতে বিষয়টি তিনি তুলে ধরেন। ইভা বলেন, ‘আমরা যখন ডেটিং শুরু করি তখন সে এটি দেখার চেষ্টা করে…. এরপর সে প্রথম এপিসোড দেখে, যেখানে আমি সবার সঙ্গে যৌনতা করেছি।’
ইভা নিজেও তার পুরনো দৃশ্যগুলো দেখতে চান না। তার স্বামীও অনেকটা তেমন যে, আগের সেই যৌনদৃশ্যগুলো দেখতে পছন্দ করেননি।
Be the first to comment on "আমার যৌনদৃশ্য দেখতে পছন্দ করেন না স্বামী : ইভা"