নিউজ ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবির ট্রেলার। ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এখনও তার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। এরই মধ্যে এক অদ্ভুত তথ্য শোনা গেল আমির সম্পর্কে। সম্প্রতি জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভালে ‘যো জিতা ওহি সিকন্দর’ ছবির রিইউনিয়ন ছিল। একটি ভারতীয় অনলাইন সংবাদ পোর্টালের খবর অনুযায়ী, সেখানে উপস্থিত ছিলেন ‘যো জিতা ওহি সিকন্দর’ টিমের অনেকেই। সেখানেই এই তথ্য ফাঁস করেন ফারাহ্ খান।
আমির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমির এটা সবার সঙ্গে করত। এমনকি এখনও করে…। তিনি বলেন, দেখি, তোমার হাতের রেখাগুলো পড়ি। এই বলে হাতটা দেখতে চায়, তারপরেই সেখানে থুতু ফেলে।’ এরপর মজার সুরে আমির বলেন, ‘আমি যে নায়িকাদের হাতে থুতু ফেলেছি, তারাই পরবর্তীতে এক নম্বর হয়েছেন।’
Be the first to comment on "আমির খানের কেরামতি"