নিউজ ডেস্ক : অতি শিগগিরই মাঠে ফিরবেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি সমর্থকদের উদ্দেশ্যে এই কথা বলেন।
ফ্রান্সের বিপক্ষে জেতা ইউরোর ফাইনাল খেলার সময় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর কোনো ম্যাচ খেলেননি পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর রিয়ালের হয়ে আর কোনো ম্যাচ না খেলা রোনালদো মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন।
ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই তারকা রিয়ালের ইনস্টাগ্রাম পেইজে একটি ভিডিও বার্তায় বলেন, “আমি অতি শিগগিরই ফিরব।”
এর আগে তিনি ইউরোপ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে সাহায্য করা সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে বলেন, ‘সত্যি আমি রোমাঞ্চিত এবং এখন আমি কঠোর পরিশ্রম করতে এবং আরও শিরোপা জিততে উন্মুখ।’
স্পেনের লা লিগায় শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে রোনালদোকে ছাড়াই খেলতে নামবে রিয়াল।
Be the first to comment on "“আমি অতি শিগগিরই ফিরব”"