শিরোনাম

আ’লীগের কাউন্সিলে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক : রিজভী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই।

দুইমাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সরকার দেশের সর্বক্ষেত্রে লেলিহান চালাচ্ছে। তারা জনগণের প্রতিনিধি নয়, নিজেদেরকে জমিদার মনে করে। তারা গোটা রাজধানী দখল করে অবৈধভাবে কাউন্সিল করছে। তারা লাল, নীল ও ঝাড় বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বর্নাঢ্য বলা যাবে না। এটা বেহাল্লাপনা।

তিনি বলেন, বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। পথে পথে নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দুই/তিনদিন আগে। আমাদের ব্যানার পোস্টারও লাগাতে দেয়নি।

এসময় মাহমুদুর রহমান মান্না, মেয়র অধ্যাপক এম এ মান্নান, হাবিব উন নবী খান সোহেলের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি করেন রিজভী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আ’লীগের কাউন্সিলে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*