নিজস্ব প্রতিবেদক : আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাসের যে রায় হাই কোর্ট দিয়েছিল, আপিল বিভাগ তা পরিবর্তন করেনি। খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রবিবার ‘নো অর্ডার’ দেয় বলে আসামিপক্ষের আইনজীবীরা জানান। ফলে ওই ১১ আসামির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের তিন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও এস এম শাহজাহান।
রাষ্ট্রপক্ষে এ বিষয়ে আপিল বিভাগে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর এস এম শাহজাহান বলেন, “আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়নি। খালাসের রায়ের বিরুদ্ধে আবেদনে ‘নো অর্ডার’ হয়েছে। ফলে খালাসপ্রাপ্তদের মুক্তিতে বাধা নেই।”
হাই কোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন- ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, লোকমান হোসেন ওরফে বুলু, দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির।
এদের মধ্যে নিম্ন আদালতের রায়ে সাতজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আপিলের রায়ে গত ১৫ জুন তাদের খালাস দেয় হাই কোর্ট।
ওই রায় নিয়ে আহসান উল্লাহ মাস্টারের ছেলে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গাজীপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের অসন্তোষের প্রেক্ষাপটে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সেই আবেদন শুনে গত ২১ জুন সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের খালাসের রায় স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।
Be the first to comment on "আহসান উল্লাহ মাস্টার হত্যা ॥ ১১ আসামির মুক্তিতে ‘বাধা নেই’"