নিউজ ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৪ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রোসা জারাতে থেকে ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল।
Be the first to comment on "ইকুয়েডরে ৬.৪ মাত্রার ভূমিকম্প"