ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

নিউজ ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এই দুর্ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। পুগলিয়া অঞ্চলের কোরাটো এবং আন্দ্রিয়া এই দুই ছোট শহরকে সংযোগকারী একই লাইনে ট্রেন দুটি চলার ফলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারকারীরা মৃতের সংখ্যা ২৫ এ উন্নীত করলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহত ৫০ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় হাসপাতালে রক্তদাতাদের রক্ত দান করার জন্য কর্তৃপক্ষ আবেদন জানিয়েছে।

সাম্প্রতিক বছরের মধ্যে ইতালির সবচে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে সরকার এই ঘটনার পূর্ণ তদন্তের অঙ্গীকার করেছে।

দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এক ট্যুইটার বার্তায় লিখেছেন, “হতাহত এবং তাদের পরিবারের প্রতি অশ্রুসিক্ত বেদনা প্রকাশ করছি। কিন্তু একই সঙ্গে অত্যন্ত ক্ষুব্ধও। আজ সকালে (মঙ্গলবার) পুগলিয়ায় যা ঘটেছে তার যথাযথ ব্যাখ্যা দাবি করছি।”

এরপর প্রধানমন্ত্রী রেনজি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুটি ট্রেনেই চারটি করে বগি ছিল। উভয় ট্রেনের সামনের বগিগুলো চুরমার হয়ে গেছে। একটি ট্রেনের চালক মারা গেছেন। তবে অপর ট্রেনচালকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

কোরাটো শহরের মেয়র মাসিমো মাজিলি বলেন, “দেখে মনে হচ্ছে সেখানে যেন একটি বিমান বিধ্বস্ত হয়েছে।”

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫"

Leave a comment

Your email address will not be published.


*