শিরোনাম

ইবির আবাসিক ছাত্রী হলে চুরি ॥ তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এবিষয়ে  ৫ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ছুটির পর রবিবার সকল ৯ টায় আবাসিক হল খুলে দেওয়া হয়। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা তাদের রুমে ঢুকে রুম এলোমেলো এবং তাদের অনেক প্রয়োজনীয় জিনিস পত্র খুজে পায়না। রুমের এমন পরিস্থিতি দেখে তারা হল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। প্রায় ১০-১২ টি রুমে এমন দশা হয়েছে বলে জানিয়েছে হলের ছাত্রীরা। রুমগুলো হল পুরাতন ব্লক- ২০৩, ২০৪, ২০৭, ৪০৭, ৪০৫ নতুন ব্লক- ২১১, ২১২, ৫০৯, ৫১০, ৫১২। এবিষয়ে হলের ছাত্রী মুন্নি খাতুন বলেন, ‘রুমে খুলতেই দেখি মেঝেতে আমাদের জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে। পরে কর্তৃপতক্ষকে অবহিত করি।’ হলের ছাত্রীরা জানিয়েছে, অন্যান্য ছুটিতে হল বন্ধের সময় রুমের তালাগুলো সীলগালা করা হয় কিন্তু এবার তালাতে সীলগালা করা ছিল না। এদিকে যেসব রুমে চুরির ঘটনা ঘটেছে সেসকল রুমে ছাত্রীদের থাকতে নিষেধ করেছেন হল কর্তৃপক্ষ। এবিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হলের আবাসিক শিক্ষক সহোযাগী অধ্যাপক হমিদা খাতুনকে প্রধান করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী অধ্যাপক পার্থ সারথি লস্কর, ড. হাফিজুর রহমান, তিয়াসা চাকমা এবং প্রদীপ কুমার অধিকারী। এবিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রোভোস্ট অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী বলেন, ‘চুরির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইবির আবাসিক ছাত্রী হলে চুরি ॥ তদন্ত কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*