নিউজ ডেস্ক : ইরানে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হওয়ার পর রেল বিভাগের প্রধান কর্মকর্তা পদত্যাগ করেছেন। রেল বিভাগের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তিনি পদত্যাগ করেন।
পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কম্পানির প্রধান মোহসিন পুর-সৈয়দ আগাই রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার রাতে তার পদত্যাগের ঘোষণা দেন।
তিনি ‘সামাজিক দায়বদ্ধতা ও এই দুর্ঘটনায় আহতদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে’ তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
শুক্রবার উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। এতে অন্তত ৪৪ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।
একটি ট্রেনে কারিগরি ত্রুটি দেখা দিলে সেমনান ও দামগানের মধ্যবর্তী স্থানে এটি থেমে যায়। এতে কর্মকর্তারা ওই লাইনের অন্যান্য ট্রেনগুলোর যাত্রা স্থগিত করেন।
কিন্তু শাহরোউদের নিয়ন্ত্রণ কেন্দ্রে নতুন শিফট শুরু হলে দ্বিতীয় ট্রেনটিকে ছাড়ার অনুমতি দেওয়া হয়। এর ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আগাই বলেন, ‘মানুষের ভুলের কারণে’ এই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তিনজনকে আটক করা হয়েছে।
Be the first to comment on "ইরানে ট্রেন দুর্ঘটনা : রেলপ্রধানের পদত্যাগ, গ্রেপ্তার ৩"