শিরোনাম

ইয়েমেনে হামলায় নিহত ৬০, আইএসের দায় স্বীকার

নিউজ ডেস্ক : ইয়েমেনের আদেনে একটি সেনাসদস্য নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী ঘাঁটি এই আদেনে। এই সরকার দেশটিতে ইরানের সমর্থন পাওয়া বিদ্রোহী যোদ্ধা ও জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে।

নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে বলেছে, আজ সকালে আদেনের উত্তরাঞ্চলে সেনাসদস্য নিয়োগ কেন্দ্রে বোমাবাহী গাড়ি নিয়ে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এ সময় ওই কেন্দ্রে সেনাসদস্য নিয়োগের কাজ চলছিল। এ জন্য ফটক বন্ধ ছিল। তবে গাড়ি দেখে ফটক খোলার সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িটি ভেতরে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় একটি ছাদ ধসে পড়লে নিয়োগ পরীক্ষা দিতে আসা বেশ কয়েকজন এর নিচে চাপা পড়ে। হামলায় কেন্দ্রটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

হতাহত ব্যক্তিদের আশপাশের তিনটি হাসপাতালে নেওয়া হয়। সেসব হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় ৬০ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের সবাই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা ব্যক্তি কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসের বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএস এই হামলা চালিয়েছে। এতে ৬০ জন নিহত হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইয়েমেনে হামলায় নিহত ৬০, আইএসের দায় স্বীকার"

Leave a comment

Your email address will not be published.


*