নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। উত্তরার জসিম উদ্দিন রোডে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার মৃত জহর আলীর ছেলে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুর রহমান র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখায় ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে কর্মস্থল থেকে বের হন। এরপর তিনি এ দুর্ঘটনার স্বীকার হন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।

Be the first to comment on "উত্তরার সড়কে প্রাণ গেল র্যাব কর্মকর্তার"