নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বাহরাইচে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ৩০ জন।
সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, যাত্রীবাহী বাসটি নেপাল থেকে দিল্লি আসার পথে বাহরাইচে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
Be the first to comment on "উত্তর প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫"