শিরোনাম

এই একটাদিন অন্তত আনন্দ ভাগাভাগি করে নিতে চাই

নিউজ ডেস্ক : সারা বছর ব্যস্ততার রাজ্যে ডুবে থাকতে হয়। যারা আমাকে আপন মনে করেন তাদের সঙ্গে সময়ও কাটাতে পারি না। সময় দিতে পারি না পরিবারের একান্ত সদস্যদের। অন্তত বছরের এই একটা দিন আনন্দ ভাগাভাগি করে নিতে চাই সবার সঙ্গে।” আগামীকাল সোমবার নিজের জন্মদিন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন পরীমণি। কাল তার জীবনে আরও একটি নতুন বছরের কলি প্রস্ফূটিত হতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অায়োজন করতে যাচ্ছে জমকালো অনুষ্ঠান। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলবে এ আয়োজন। এখানে যোগ দেবেন পরীমণির পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ অন্যান্য সহকর্মী। এবার এ আয়োজনে এফডিসির অনেককেই দেখা যাবে যারা ক্যামেরার পেছনে সবসময় কাজ করেন।

জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের পরীমণি বলেন, “এবারের জন্মদিনটা আমার জন্য ব্যতিক্রম। বলতে পারেন ভিন্ন এক আয়োজন।” মানে কি, কোন সারপ্রাইজ রয়েছে? “হিহিহি…অনেকটা সেরকম। আগামীকাল সন্ধ্যায় এলে স্বচক্ষে সেই সারপ্রাইজ দেখবে পাবেন। এখন বলে মজা নষ্ট করতে চাইছি না। আর জন্মদিন পালনের পরদিন চলে যাবো কলকাতায়। সেখানে শুরু হবে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শ্যুটিং।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এই একটাদিন অন্তত আনন্দ ভাগাভাগি করে নিতে চাই"

Leave a comment

Your email address will not be published.


*