নিউজ ডেস্ক : বিষয়টি কারো কাছে অস্বাভাবিক মনে হলেও নরওয়ের সেনাবাহিনীর সিদ্ধান্ত তাদের নারী সৈন্যরা পুরুষ সহকর্মীদের সাথে একই ডরমেটরিতেই থাকতে হবে। শুরু হয় পর্যবেক্ষণ। ফলাফল পজেটিভই। নারীরাও অস্বাচ্ছন্দ অনুভব করছেন না এতে। উত্তর নরওয়ের এক সেনা ছাউনিতে শুরু হয় এই এক্সপেরিমেন্ট। প্রতিটি ঘরে দু’জন মহিলার সঙ্গে থাকতে দেওয়া হয় চারজন পুরুষ সেনাকর্মীকে। কিন্তু আশ্চর্য কথা হল, যে মহিলারা এইভাবে রুম শেয়ার করছেন, তারা কিন্তু বিষয়টিতে যথেষ্ট স্বচ্ছন্দ। বরং এই পরীক্ষা শুরু হওয়ার পর যৌন নির্যাতনের ঘটনা কমেছে। মহিলারা বলছেন, পুরুষদের সঙ্গে থাকতে কোনও অস্বস্তি হচ্ছে না, উল্টে নারী-পুরুষ বিভেদ ঘুচে গিয়ে সকলকে সমলিঙ্গ বলে মনে হচ্ছে। মহিলা সেনাকর্মীরা সকলেই জানাচ্ছেন, এভাবে এক রুম শেয়ার করতে গিয়ে উপকৃত হয়েছেন তারা। পাশাপাশি থেকে কাজ যখন করতে হবে, তখন পরস্পরের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এক ঘরে থাকা সবথেকে ভাল উপায়। বরং অন্য ঘরে, আলাদা থাকলে অনেক সময় প্রতিদ্বন্দ্বিতার মনোভাব এসে পড়ে। শুধু ‘মহিলাদের জন্য’ ঘরে ঝগড়াঝাঁটি, অশান্তিও নতুন কিছু নয়। মেয়েরা একটু নিজের মত থাকতে পছন্দ করায় সেনাবাহিনী সংক্রান্ত নতুন নতুন খবরও দেরিতে পৌঁছায় তাদের কাছে। নরওয়ে সেনার কাছে এ ধরনের পরীক্ষানিরীক্ষা অবশ্য নতুন কিছু নয়। গত নভেম্বরে তারা ঘোষণা করে, সেনাকর্মীরা সপ্তাহে একদিন শুধু নিরামিষ খেয়ে থাকবেন। পরিবেশ দূষণের বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ ভালরকম সমাদৃত হয়। এর আগে অগাস্টে পুরুষ সেনাকর্মীদের জন্য লম্বা চুল আইনসিদ্ধ করে তারা। এতটাই লম্বা, যাতে সেনাকর্মীরা পনিটেল বা বিনুনি বাঁধতে পারেন। সূত্র: টাইম
একই রুমে বাস নরওয়ের নারী-পুরুষ সেনাদের
![](http://www.newsalline24.com/wp-content/uploads/2016/08/148278_132.jpg)
Be the first to comment on "একই রুমে বাস নরওয়ের নারী-পুরুষ সেনাদের"