শিরোনাম

এক রাতেই উজ্জ্বল ও ফর্সা ত্বক

নিউজ ডেস্ক : নানা কারণে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। মলিন হয়ে পড়ে। স্বাভাবিক রং হারিয়ে ত্বক হয়ে উঠতে পারে কালচে, বিবর্ণ। মাত্র এক রাতেই আপনার ত্বককে আগের চাইতে অনেক উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন। ভাবছেন কীভাবে? আজ রাতেই সেরে ফেলুন ছোট্ট একটি রূপচর্চা আর সকালে উঠে দেখুন কেমন ফর্সা, উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে। একই সাথে ত্বক হয়ে উঠেছে একদম শিশুদের মতো নরম ও কোমল! যা যা লাগবে_ – খাঁটি গোলাপ জল – গরুর খাঁটি দুধ (কাঁচা) যা করবেন_ – প্রথমেই মুখটি ভালো করে পরিষ্কার করে নিন। তুলোতে ক্লিনজিং মিল্ক মেখে ত্বকে বুলিয়ে নিন। কিছুক্ষণ পর হালকা কুসুম গরম পানি ও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো করে পানির ঝাপটা দেবেন। ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালো কাজ করবে না। – তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। এরপর বাতাসে শুকিয়ে যেতে দিন। – পানি শুকিয়ে যেতে যেতে প্যাকটি তৈরি করে নিন। – সমপরিমাণ গোলাপ জল ও কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরিষ্কার হাত দিয়ে মুখে মাখুন। – অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ুন। – বালিশে মুখ চেপে ঘুমাবেন না, এতে প্যাকটি মুছে যাবে। এরপর সকালে উঠে নিজেকে নতুনভাবে আবিস্কার করুন। দেখুন আপনি কতটা উজ্জ্বল হয়ে উঠেছেন। এখন আর প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে যেতে আপনাকে মোটেই দ্বিধায় ভুগতে হবে না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এক রাতেই উজ্জ্বল ও ফর্সা ত্বক"

Leave a comment

Your email address will not be published.


*