এবার ৪১ লক্ষ টাকা আত্মসাৎতের দায়ে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানে বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: এবার ৪১ লক্ষ ৪৭ হাজার টাকা আত্মসাৎতের অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান শহিদুল হক বারকাতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে শহিদুল হক বারকাতিসহ ৭জনের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন। এর আগে মক্সিম গ্রুপের ৪৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের হয়েছিলো, যা এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের রিপন খন্দকার বাদী হয়ে ৭৫ জন গ্রাহকের কাছ হতে ওই ৪১ লক্ষ ৪৭হাজার টাকা আতœসাৎতের অভিযোগ মামলা দায়ের করলে আদালত আসামীদের রিরুদ্ধে এই সমন ইস্যুর আদেশ দেন।  আরো জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ম্যাক্সিম গ্রুপ নামের একটি ব্রাঞ্চ খুলে ২০১৩ সালে গ্রাহকের কয়েক কোটি টাকা আতœসাৎ করে উধাও হয় ওই গ্রুপের ব্রাঞ্চটি।
এ ঘটনায় এর আগেও লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামের হালিমা আক্তার বাদী হয়ে ৯ জনকে আসামীকরে ১ শত জন গ্রাহকের পক্ষে ৪৭ লক্ষ টাকা আতœসাৎতের অভিযোগে মুন্সীগঞ্জ আদালতে সি.আর মামলা নং ১১৬/১৩ দায়ের করে। ওই মামলায় শহিদুল হক বারাকাতি বর্তমানে গ্রেফতারি পরোয়ান মাথায় নিয়ে পলাতক রয়েছে। মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এবার ৪১ লক্ষ টাকা আত্মসাৎতের দায়ে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যানে বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*