নিউজ ডেস্ক : বিপাশা বসুর বিয়ের খবর পুরনো হতে না হতে নতুন খবর এলো এশা গুপ্তার। ৩০ বছরের এ বলিউড অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এশা তার বাগদানের ছবি পোস্ট করেন। তার হাতে এখন শোভা পাচ্ছে বাগদানের আংটি। ছবির নিচে ক্যাপসন লিখেছেন, ‘ও আমাকে জিজ্ঞাসা করেছে এবং আমি হ্যাঁ বলে দিয়েছি।’ তবে বাগদত্তের নাম বলেননি তিনি। এশা এর আগে ‘আই হেড লাভ স্টোরি’ এর পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে কিছুদিন প্রেম করেন। তার অভিনীত ‘হেরা ফেরি থ্রি’ ও ‘রুস্তম’ এ বছর মুক্তি পাবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Be the first to comment on "এশা গুপ্তার বাগদান সম্পন্ন"