নিউজ ডেস্ক: জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়তে খালেদা জিয়ার প্রস্তাবে সাড়া না দিয়ে সরকার দেশের জন্য বিপদ ডেকে আনছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই আশঙ্কা প্রকাশ করেন।
নজরুল বলেন, “জনগণের ঐক্যের ব্যাপারে এই সরকারের যে অস্বীকৃতি, হয়ত এর জন্য আমাদেরকে আরও বেশি মূল্য দিতে হতে পারে। এটা সরকার গ্রাহ্য করছে না। এই গ্রাহ্য না করা বিপজ্জনক হতে পারে। আমরা চাই সরকার বাস্তবতা অনুধাবন করুক।”
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া।
কিন্তু বিএনপির জামায়ত সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন।
সর্বশেষ রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো মনে করি জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে….যারা পুড়িয়ে মানুষ মারে, অথবা যুদ্ধাপরাধ করে, তাদের কথা আলাদা।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল বলেন, “আজকেও ধান বানতে শিবের গীতের মতো ওই যে আগুন সন্ত্রাস, কোন আমলে কী হয়েছে, সেই নিয়ে কথা বলতে শুনলাম আমরা।
“গ্রামের একটা সাধারণ কথা আছে- বাড়িতে যখন আগুন লাগে তখন শত্রু-মিত্র না, সবাই আসে আগুন নেভাতে। সেটাই হওয়া উচিৎ, সেটাই স্বাভাবিক। এই স্বাভাবিক কাজটা করার জন্যই দেশনেত্রী প্রস্তাব করেছেন। তিনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের এই প্রস্তাব দেননি। কাউকে ক্ষমতা থেকে নামিয়ে আনার জন্য এই প্রস্তাব দেননি।”
সরকারের উদ্দেশে নজরুল বলেন, “প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এরকম ঘটনা আরও ঘটতে পারে। তিনি আশঙ্কার কথা বলেছেন। এই আশঙ্কা যদি সত্য হয়, এই আশঙ্কা দূর করার জন্য যা করা দরকার, সেটা করা উচিৎ। সেটা হল জনগণের ঐক্য গড়ে তোলা।”
জঙ্গিবাদ দমনে ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপিকে দোষারোপ করছে বলে দাবি করেন তিনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক সভায় বক্তব্য রাখেন নজরুল।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। রিজভী গত বুধবার পাকস্থলিজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেন, ঢাকা উত্তরের নেতা ইয়াসীন আলী, দক্ষিণের নেতা লিটন মাহমুদ বক্তব্য রাখেন।
Be the first to comment on "ঐক্যে অনীহা দেখিয়ে দেশের বিপদ ডাকছে সরকার: বিএনপি"