শিরোনাম

কঙ্গনার নাম শুনেই পালাতে চাইলেন করণ!

নিউজ ডেস্ক : কঙ্গনার সঙ্গে তিনি যে দূরত্ব রাখতে চাইছেন তা ফের স্পষ্ট করে দিলেন পরিচালক করণ জোহর। তিনি যেন কঙ্গনার ছায়াও মাড়াতে চান না। ওস্তাদ আমজাদ আলি খানের একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কথা প্রসঙ্গে কঙ্গনার নাম করেন সঞ্চালক। তা শুনে বেজায় চটে যান করণ। সোজা বলেই দেন, আমি তাহলে যাই এখান থেকে।

তবে করণ যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন তা নিয়ে রাখঢাক রাখেননি। কথাপ্রসঙ্গে সঞ্চালক তাকে বলেন, করণের নাকি বয়স বোঝা যায় না। তাতে বেজায় খুশি কুচকুচ হোতা হ্যায়, মাই নেম ইজ খানের পরিচালক। বললেন, নিজের প্রশংসা শুনতে তার ভালোই লাগে। করণকে অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছিল কঙ্গনার বিরুদ্ধে।

কদিন আগেই সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ করণ এ এসে করণ জোহরকে অপমান করার অভিযোগ উঠেছিল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। জনপ্রিয় এই পরিচালকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন তিনি। শো’তে কিছু না বললেও করণ পরে বলেন, অসহায় ও অবলা নারী সেজে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কঙ্গনা। পাল্টা জবাব দেন কঙ্গনাও। করণ খারাপ আচরণ করেছেন, তোপ দাগেন তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কঙ্গনার নাম শুনেই পালাতে চাইলেন করণ!"

Leave a comment

Your email address will not be published.


*