নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় বেড়েছে। তাদের দীর্ঘ লাইন প্লাটফর্ম ছেড়ে চলে এসেছে প্রায় সড়ক পর্যন্ত। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ বুধবার সকালে রেলস্টেশন এই পরিস্থিতি দেখা যায়।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ১৩টি কাউন্টার থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা প্রতিদিন ২২ হাজার ৩৭৬টি অগ্রিম টিকিট সরবরাহ করতে পারেন। টিকিট সংখ্যার চেয়ে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অনেকেই টিকিট পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
Be the first to comment on "কমলাপুরে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন"